ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংস্কার ছাড়া কোনো নির্বাচনই কার্যকর হবে না:  জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংস্কার ছাড়া দেশের কোনো নির্বাচন কার্যকর হবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে সম্প্রতি ব্রাসেলসে সফর নিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেন তিনি।

 জামায়াত আমির বলেন, ‘এই সফরের লক্ষ্য ছিল বিশ্বের অন্যতম প্রাণকেন্দ্র ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করা। গণতন্ত্রকে শক্তিশালী ও টেকসই করা, নির্বাচন পদ্ধতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যসহ রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে।’
 
বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইইউকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। বলেছি, আমাদের জনশক্তি কাজে লাগানো যাবে। আপনাদের লাভের পাশাপাশি আমাদের দেশে কর্মসংস্থান তৈরি হবে। এতে দেশের শিল্পের স্থিতিশীলতা আসবে। ইকোনমিক জোন করারও আহ্বান জানিয়েছি। তারা এতে আগ্রহ দেখিয়েছে।’
 
ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীদের নিয়ে আলোচনা হয়েছে। ৮০ শতাংশ প্রবাসী বিদেশ করে আপন দেশে ফিরে আসতে চায়। তারা স্থায়ীভাবে বিদেশে বসবাস করতে চায় না। বিদেশে প্রবাসীদের বেতন কম। অনেকে সেখানে মানবেতর জীবন যাপন করেন। কারণ, আমাদের দক্ষ লোকবলের অভাব রয়েছে। একজন প্রবাসী মারা যাওয়ার পর লাশ নিয়ে টানাটানি হয়। তারা যদি দক্ষ হতো এমন সমস্যার মুখোমুখি হতে হতো না। আমরা ইইউকে দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য আমাদের সহযোগিতার আহ্বান জানিয়েছি।’
 
রোহিঙ্গা ইস্যু নিয়ে ইইউর সঙ্গে কথা বলেছেন জামায়াত আমির। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরাও নির্যাতিত জাতি, আমরা মজলুমদের ব্যথা বুঝি। তাই রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছি।’
 
নির্বাচন নিয়ে শফিকুর বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন দেয় তাতে জামায়াতের কোনো সমস্যা নেই। তবে সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে সেই নির্বাচন কাজে আসবে না। আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন জামায়াত চায় না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে।’
 
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘সফরে গিয়ে শুধু মাত্র খালেদা জিয়াকে দেখতেই লন্ডনে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা হয়েছে।’
 
জামায়াতের নিবন্ধন নিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমাদের দলের নিবন্ধন অন্যায়ভাবে কেড়ে নেয়া হয়েছে। আমরা আশা করি নিবন্ধন ফিরে পাবে।’

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি